সাত মাসের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, এবার মিললো মৃত্যুদণ্ডের সাজা

কাছের ফুটপাথ থেকেই গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
HAng-Till-Death-In-Quatar_7639.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কলকাতার ব্যাঙ্কশাল আদালত বড়তলা শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত রাজীব ঘোষকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়ে দিল মঙ্গলবার। এদিন বিকেলে আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। এই নিয়ে রাজ্যের আরও এক ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। নির্যাতিত শিশুটির মৃত্যু না হওয়া সত্ত্বেও এই ধরনের কঠোর শাস্তির নির্দেশ নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

বিচারক এদিন এই মামলার রায় দেওয়ার সময় বলেন, “সাত মাসের শিশুর উপর যে নৃশংস অত্যাচার চালানো হয়েছে, তা বিরলের মধ্যে বিরলতম অপরাধ”। তাই ৮০ দিনের মধ্যেই অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে।

এছাড়াও, আদালত শিশুটির পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
কীভাবে ঘটেছিল মর্মান্তিক ঘটনা?

Rape

গত বছর ৩০ নভেম্বর, বড়তলা থানায় সাত মাসের শিশু কন্যার নিখোঁজের অভিযোগ জানায় ফুটপাথবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টা পর, কাছের ফুটপাথ থেকেই গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে প্রাথমিক ভাবে দেখেই বোঝা গিয়েছিল, তাঁর ওপর নির্মম অত্যাচার চলেছে। এরপর ৪ ডিসেম্বর, ঝাড়গ্রাম থেকে অভিযুক্ত রাজীব ঘোষকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সাহায্যে রাস্তার একাধিক ক্যামেরায় দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। আর তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। শিশুর শারীরিক অবস্থা দেখে এবং যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন মেলায়, জানা যায় প্রকৃত ঘটনা। হাসপাতালের পরীক্ষাতেও যৌন নির্যাতনের প্রমাণ মেলে। এরপর মামলা শুরু করে পুলিশ। 

sd

এরপর ২৬ দিনের মাথায় চার্জশিট দাখিল করা হয়। ১৩ পাতার চার্জশিট ও সাক্ষ্য গ্রহণের পর সোমবার অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়। পকসো কোর্টে বিশেষ বিচারপ্রক্রিয়া চলে। আর এরপর বিএনএস ধারায় ১৩৭(২), ৬৫(২) ধারায় মামলা রুজু হয় এবং আজ অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল।