নিজস্ব সংবাদদাতা: ঠাকুরপুকুরে পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় নতুন করে সামনে এল বিস্ফোরক তথ্য। রবিবার সকালে মৃত্যুর কারণ হওয়া সেই দুর্ঘটনার আগেও একই গাড়ি অন্য এক পথচারীকে ধাক্কা মেরেছিল বলে দাবি। অভিযোগ, পরিচালক সিদ্ধান্ত দাস এবং তাঁর সঙ্গীরা রাতভর পার্টি করে নেশাগ্রস্ত অবস্থায় ফিরছিলেন। সেই সময়ই ঠাকুরপুকুর বাজারের প্রায় ৫০০ মিটার আগে প্রথম দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি, দুর্ঘটনার পর পুলিশের তরফে 'মিটমাট' করার প্রস্তাব দেওয়া হয়। এই অভিযোগ তাঁরা প্রকাশ্যে জানিয়েছেন এক তৃণমূল কাউন্সিলরের সামনেই। ঘটনায় তিন দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশের তরফে তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
/anm-bengali/media/media_files/Cm5eUVozUwr3ZMRqbW6S.jpg)
জানা গিয়েছে ঘটনাস্থলের এক থেকে দেড় মিনিট আগেই গাড়িটি ভিড়ে ঠাসা রাস্তায় বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে ৮ থেকে ১০ জন পথচারী গাড়ির ধাক্কায় আহত হন। তাঁদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়।
এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বাংলা ধারাবাহিকের পরিচালক সিদ্ধান্ত দাস। তবে গাড়িতে থাকা অন্যদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, শুধু চালক নয়, গাড়িতে থাকা প্রত্যেকেরই জবাবদিহি থাকা উচিত।
প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তদন্ত কতদূর এগোচ্ছে, সেদিকে তাকিয়ে গোটা শহর।