নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসক খুন হয়েছেন, যা দেশের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত দুর্নীতি ও থ্রেট চক্র নিয়ে তদন্ত চলছে। সিবিআই (কেন্দ্রীয় তদন্ত ব্যুরো) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি আশিস পাণ্ডের নামও তদন্তে এসেছে।
আশিস পাণ্ডের বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। সিবিআই তদন্তে জানা গেছে, তাঁর একাধিক UPI লেনদেন ঘটেছে, যা ঘুষের টাকার সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। আশিস পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ, তিনি জুনিয়র ডাক্তারদের কাছ থেকে টাকা ঘুষ হিসেবে নিয়েছেন, হাউস স্টাফ করার নামে। তদন্তে জানা গেছে, আশিস পাণ্ডের সঙ্গেও কিছু দুর্নীতির মূল অভিযুক্তদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সিবিআই বলছে, এরা একসঙ্গে একটি বড় ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আরজি কর হাসপাতালের এই দুর্নীতি মামলায় আশিস পাণ্ডেকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে আদালতে পেশ করা হয়েছে।
অন্যদিকে, তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলাতেও আশিস পাণ্ডের নাম উঠেছে। ৯ আগস্ট, একটি সেমিনার রুমের বাইরের একটি ছবিতে তাঁকে সন্দীপ ঘোষের সঙ্গে দেখা যায়। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার দিন, আশিস সল্টলেকের একটি হোটেলে ছিলেন এবং পরদিন সেখানে থেকে চেক আউট করেন।এই ঘটনাগুলি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সিবিআই তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটনে চেষ্টা চলছে।