কুণাল ঘোষের কটাক্ষের মধ্যেই রাত দখলের আন্দোলনে পা মেলাচ্ছেন এই তৃণমূল নেতা

কুণাল ঘোষের কটাক্ষের মধ্যেই রাত দখলের আন্দোলনে পা মেলাচ্ছেন তৃণমূলের প্রবীণ নেতা সুখেন্দুশেখর।

author-image
Tamalika Chakraborty
New Update
Sukhendu_Sekhar_Roy__220211202161801-thumbnail-320x180-70

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতার মধ্যরাতে রাস্তার দখল নেবে মেয়েরা। এই স্লোগানে শহর থেকে শহরতলি, কলকাতা থেকে জেলায় জেলায় পথে নামছেন লক্ষ লক্ষ মানুষ।  এই মুহূর্তে তৃণমূলের নেতা কুণাল ঘোষ রাত দখলের ডাককে কটাক্ষ করেছেন। অন্য দিকে তৃণমূলের প্রবীণ নেতা সুখেন্দুশেখর, সোশ্যাল মিডিয়ায় সরাসরি বললেন, রাত দখলের এই আন্দোলনে পা মেলাবেন। তবে তিনি কোনও রাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনে পা মেলাবেন না। বরং তিনি আন্দোলনে পা মেলাবেন একজন মেয়ের বাবা ও নাতনির দাদু হিসেব।

sukhendu vaskar .jpg

kunal ghosh djfk.jpg

 tamacha4.jpeg