এবার রাস্তায় নামলেন সিনিয়র চিকিৎসকরাও! দুর্নীতির অভিযোগে বিক্ষোভ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে

দুর্নীতির অভিযোগে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে সিনিয়র চিকিৎসকদের বিক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
senior doctors protest

নিজস্ব সংবাদদাতা: এবার আন্দোলনে নামলেন রাজ্যের সিনিয়র চিকিৎসকরা। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখান সিনিয়র চিকিৎসকরা।  জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন করে চলেছেন। তাঁরা একদিকে যেমন নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন করছেন, তেমনি রাজ্যে মেডিক্যাল কলেজগুলোতে নানা দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন। সিনিয়র চিকিৎসকরা বরাবর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেছেন। সুপ্রিম কোর্টে সিনিয়র চিকিৎসকদের আইনজীবীকে জুনিয়র চিকিৎসকদের হয়ে গলা ফাটাতে দেখতে পাওয়া যায়। 

অন্যদিকে, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের  অবস্থান তুলে নেওয়ার জন্য পরোক্ষে চাপ  দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ  উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে, তাঁবুতে  লাগানো ফ্যানও খুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্প খাট। এসব করতে ডেকরেটরদের উপর চাপ দেওয়া হচ্ছে, অভিযোগ আন্দোলনকারী চিকিৎসকদের । অন্য অনুষ্ঠান রয়েছে বলে অজুহাত দেখিয়ে ত্রিপল, পাখা খুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের একাংশের। তবে বিধাননগরের সিপি অনীশ সরকার জানিয়েছেন, আন্দোলন স্থল থেকে এসব খুলে নেওয়ার জন্য পুলিশের তরফে কোনও চাপ প্রয়োগ করা হয়নি।  তবে জুনিয়র চিকিৎসকরা এই নিয়ে একেবারেই চিন্তিত নন। তাঁরা বলেছেন, আন্দোলন যেমন চলছিল, তেমন চলবে।