পড়ুয়াদের ট্রাফিক সচেতনতার প্রশিক্ষন দিচ্ছেন ওসি সাদ্দাম হোসেন
BREAKING: মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে উড়ে যাবে বিমানবন্দর ! পহেলগাঁও হামলার মাঝেই হুমকি মেল এল এই বিমানবন্দরে
এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF জওয়ান
BREAKING: শীঘ্রই পাকিস্তান ভেঙে পড়বে ! যুদ্ধের আবহেই এবার বড় ঘোষণা করলেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে
পাকিস্তানের সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়াকেও নিষিদ্ধ করল ভারত
ঘোষণার দু'বছর পরও চালু হল না 'সমুদ্রসাথী' প্রকল্প
BREAKING: সন্ত্রাস দমনে ভারতের পাশেই আমেরিকা ! ভারতকে পূর্ণ সমর্থনের ঘোষণা করলেন এফবিআই (FBI) ডিরেক্টর কাশ প্যাটেল
BRICS বৈঠকে ভারতের যোগ দেওয়ার সম্ভাবনা কমছে
BREAKING: কাশ্মীরের পর্যটনকে ধ্বংস করতে চায় সন্ত্রাসীরা ! ফের একবার ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা তরুণ চুঘ

"গরিব মানুষকে আমাদের বিরুদ্ধে জন্য....." জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের কৌশল পরিবর্তন

জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ঘোষণা করেছেন, নিরাপত্তা এবং অন্যান্য দাবির পক্ষে রাজ্যজুড়ে আন্দোলন শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে আইনজীবী ইন্দিরা জয়সিং-এর বক্তব্যের পর নতুন করে প্রতিবাদে একতাবদ্ধ হয়েছেন চিকিৎসকরা।

author-image
Debapriya Sarkar
New Update
Protest

নিজস্ব প্রতিবেদন : টানা ৪২ দিন কর্মবিরতির পর কিছুদিন আগে আংশিক কাজে ফিরেছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু দশ দিনের মাথায় আট ঘণ্টার জেনারেল বডি মিটিংয়ে দশ দফা দাবি তুলে ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা করলেন তাঁরা। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে, যদিও প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে সম্পূর্ণ সায় ছিল, এবার সিনিয়র চিকিৎসকদের একাংশ তাঁদের কর্মবিরতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন। হাসপাতালের পরিবেশ এবং রোগীদের সেবার কথা বিবেচনা করে এই অনুরোধটি এসেছে, যা সংকটের সময় চিকিৎসক সমাজের একতা ও সমঝোতার প্রতীক।

Protest

চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "আমরা সিনিয়র ডাক্তাররা রাস্তার আন্দোলনে সক্রিয় রয়েছি এবং জুনিয়র ডাক্তারদের পরামর্শ দিচ্ছি। জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে কর্মবিরতি দিয়েছেন, কিন্তু সিনিয়ররা সেটার ঘাটতি পূরণ করতে বাড়তি কাজ করেছেন। সরকার সাধারণ গরিব মানুষের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছে, তাই আমাদেরও কৌশল অবলম্বন করা উচিত। কর্মবিরতির পরিবর্তে আমরা কীভাবে কাজ করে আন্দোলনকে তীব্র করতে পারি, সেটাই ভাবতে হবে।" অপরদিকে, আরজি কর এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য গৌতম মুখোপাধ্যায় বলেন, "আমাদের অনুরোধ, রোগীদের স্বার্থকে বিবেচনা করে জুনিয়র ডাক্তাররা তাঁদের কাজে ফিরে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।"

Protest

চিকিৎসক ও আরজি কর এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস ফ্রান্সিস বিশ্বাস বলেন, "আমি চাই রোগীদের স্বার্থে চিন্তা করা হোক, কারণ রোগীদের অসুবিধা হচ্ছে। জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।" সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বারবার বোঝানোর চেষ্টা করেন যে, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শেষ করে কাজে ফিরে গেছেন। তিনি সাগর দত্ত মেডিক্যাল কলেজে হামলার প্রসঙ্গও উল্লেখ করেননি। এর পরেই, সোমবার রাতভর বৈঠক করে নিরাপত্তা এবং অন্যান্য দাবিতে রাজ্যজুড়ে ফের কর্মবিরতির ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা।

c

প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর কর্মবিরতি উঠেছিল, কিন্তু এখন আবার কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্টর্স ফ্রন্টের তরফে এই পদক্ষেপটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।