নিজস্ব সংবাদদাতাঃ ৫ জানুয়ারি সন্দেশখালিতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তারপর ১২টা দিন কেটে গেল। পুলিশকে বারবার ভর্ৎসনা করে আদালত। তবুও কোনও হদিশ নেই শাহজাহান শেখের। এর মাঝে শুধু প্রকাশ্যে আসে একটি ‘ভয়েস মেসেজ।’ ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে শাহজাহান শেখ বলে দাবি করে অভয় দেন তৃণমূল কর্মীদের। সন্দেশখালি সংক্রান্ত সেই মামলায় এবার শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল সিবিআই। লাদেনের মতো সন্ত্রাসবাদীরা প্রায়শই কোনও গোপন আস্তানা থেকে অডিয়ো বা ভিডিয়ো বার্তা দেন, তাই সিবিআই বুধবার হাইকোর্টে শুনানি চলাকালীন বলে, ‘ওঁর এক ফোনে হাজার হাজার লোক জড় হয়ে যায়। আবার লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠায়।’