গোলাপি চাঁদ! আজ মাঝরাত...সময়টা মিস করবেন না

এই দেশে সেন্ট ঋতুর প্রথম পূর্ণিমাকে পিঙ্ক মুন বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, আগামী এক সপ্তাহ জায়গায় জায়গায় গোলাপি চাঁদ দেখতে পাওয়া যাবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
pinkmoon

নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন ধরে যে গোলাপি চাঁদের (Pink Moon) জন্য সবাই অপেক্ষা করছিলেন, সেটি আজ কিছুক্ষণের মধ্যেই ধরা দেবে। ভারতে এই গোলাপী চাঁদটি রাত ১২ টা বেজে ৩৮ মিনিটের দিকে দেখতে পাবেন। এই দেশে সেন্ট ঋতুর (Saint Season) প্রথম পূর্ণিমাকে পিঙ্ক মুন বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, আগামী এক সপ্তাহ জায়গায় জায়গায় গোলাপি চাঁদ দেখতে পাওয়া যাবে। চাঁদ স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বড় এবং ১৫ শতাংশ উজ্জ্বল দেখাবে। তবে এই গোলাপি চাঁদের কারণে বিভিন্ন রোগ (Disease) বাড়তে পারে এবং নতুন রোগ ছড়াতে পারে। সুনামির (Tsunami) আগে শুধু গোলাপি চাঁদ দেখা গিয়েছিলো।