নিজস্ব সংবাদদাতাঃ পরীক্ষার প্রায় আড়াই মাসের মধ্যে ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের। শুক্রবার অর্থাৎ আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক ২০২৩-এর আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। ১২টা থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। এই বছর প্রায় ৭ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীর হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। এই বছর ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ৪ মার্চ। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষা গ্রহণ হয়। নজরদারিতে ছিলেন প্রায় ৪০ হাজার পরীক্ষক।
পর্ষদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। প্রথমে ওয়েবসাইটের ভিতরে যেয়ে ‘মাধ্যমিক পরীক্ষা ২০২৩ রেজাল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর রোল নম্বর, জন্ম তারিখ-সহ প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। সব কিছু পূরণ করার পর ‘সাবমিট’-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে আপনার মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল দেখা যাবে। ন্যূনতম ৩৪ শতাংশ নম্বর পেলে তবেই পাশ করতে পারবেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত বছর ৮৬.৬০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিল মাধ্যমিকে। গতবার ছাত্রীদের পাশের হার ছিল ৮৫ শতাংশ। ছাত্রের পাশের হার ছিল ৮৮.৫৯ শতাংশ।