সরস্বতী পুজোয় শিয়ালদায় ১০০-র বেশি ট্রেন বাতিল হল! এল জরুরি তথ্য

জেনে নিন এই আপডেট

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
Mumbai_local_train_1644724849456_1644724849703

নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহেই ১০০ ঘণ্টার উপর বন্ধ রাখা হয় শিয়ালদা-ডানকুনি লাইনে ট্রেন চলাচল। সোমবার থেকে স্বাভাবিক হয় পরিষেবা। এবার শিয়ালদা দক্ষিণ শাখা ও শিয়ালদা-বারুইপুর শাখায় ট্রেন চলাচল নিয়ে বড় ঘোষণা এল সামনে। পূর্ব রেল জানিয়েছে যে শিয়ালদা দক্ষিণ শাখা ও শিয়ালদা-বারুইপুর শাখায় ১০৮টি ট্রেন বাতিল থাকবে ১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি অর্থাত্‍ সোমবার ভোর ৪টে পর্যন্ত। বেশ কিছু ট্রেনের রুটও পাল্টানো হয়েছে। ফলে সরস্বতী পুজোয় শিয়ালদা রুটে সমস্যা হবে যাত্রীদের। কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং-এর জন্য ট্রেন বাতিল থাকবে। 

শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলবে। শনিবার বাতিল থাকবে ৫৯টি ট্রেন ও ৪৯টি ট্রেন বাতিল করা হবে রবিবার। পূর্ব রেল জানিয়েছে যে বজবজ থেকে নিউ আলিপুর লাইনে স্পেশাল ট্রেন চালিয়ে অতিরিক্ত ভিড় সামলানো হবে। 

শনি এবং রবিবার ৬টি স্পেশাল ট্রেন পাবেন। দুপুর ৩টে ৫ মিনিটে শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চলবে। সন্ধে ৬টায় দমদম থেকে ছাড়বে দমদম-বারাসত স্পেশাল।