শিয়ালদায় ১৮টি পুজো স্পেশাল লোকাল ট্রেন! দেখুন পুরো টাইমটেবিল

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদায় ১৮টি পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে এবার। কোন কোন শাখায় চলবে সেই ট্রেনগুলি? এখানে ক্লিক করে দেখুন পুরো টাইমটেবিল।

author-image
Anusmita Bhattacharya
New Update
f

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চমী থেকেই শিয়ালদা ডিভিশনে পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। সার্বিকভাবে মোট নয় জোড়া  অর্থাৎ ১৮টি দুর্গাপুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে। পূর্ব রেল এবার জানিয়েছে যে পঞ্চমীর রাত থেকে নবমীর রাত পর্যন্ত শিয়ালদা-রানাঘাট শাখা, শিয়ালদা-কল্যাণী শাখা, শিয়ালদা-বনগাঁ শাখা, শিয়ালদা-ডানকুনি শাখা, শিয়ালদা-বারুইপুর শাখা এবং শিয়ালদা-বজবজ শাখায় একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। সর্বাধিক পুজো স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা-বারুইপুর শাখায়। 

শিয়ালদা-রানাঘাট শাখায় পুজো স্পেশাল ট্রেন: 

১) শিয়ালদা-রানাঘাট লোকাল: রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাটে পৌঁছাবে রাত ২ টো ৩০ মিনিটে। 

২) রানাঘাট-শিয়ালদা লোকাল: রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত ১ টা ৪০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

শিয়ালদা-কল্যাণী শাখায় পুজো স্পেশাল ট্রেন: 

১) শিয়ালদা-কল্যাণী লোকাল: রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে কল্যাণীতে পৌঁছাবে রাত ২ টো ৫০ মিনিটে।

২) শিয়ালদা-কল্যাণী লোকাল: রাত ২ টো ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৩ টে ৫০ মিনিটে কল্যাণীতে পৌঁছাবে।

৩) কল্যাণী-শিয়ালদা লোকাল: রাত ১২ টা ১০ মিনিটে কল্যাণী থেকে ছেড়ে রাত ১ টা ৩০ মিনিটে পৌঁছাবে শিয়ালদায়।

৪) কল্যাণী-শিয়ালদা লোকাল: কল্যাণী থেকে রাত ৩ টেয় ছেড়ে শিয়ালদায় পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে।

শিয়ালদা-বনগাঁ শাখায় পুজো স্পেশাল ট্রেন: 

১) শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে বনগাঁয় পৌঁছাবে রাত ৩ টে ১০ মিনিটে। 

২) বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে রাত ১ টা ৪৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

শিয়ালদা-ডানকুনি শাখায় পুজো স্পেশাল ট্রেন: 

১) শিয়ালদা-ডানকুনি লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে। ডানকুনিতে পৌঁছাবে রাত ১২ টা ১৫ মিনিটে। 

২) ডানকুনি-শিয়ালদা লোকাল: রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছেড়ে রাত ১ টা ৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

শিয়ালদা-বারুইপুর শাখায় পুজো স্পেশাল ট্রেন: 

১) শিয়ালদা-বারুইপুর লোকাল: দুপুর ৩ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে বারুইপুরে পৌঁছাবে বিকেল ৪ টে ৭ মিনিটে। 

২) শিয়ালদা-বারুইপুর লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে রাত ১২ টা ৩০ মিনিটে। রাত ১ টা ১৫ মিনিটে বারুইপুরে পৌঁছাবে। 

৩) শিয়ালদা-বারুইপুর লোকাল: রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৩ টে ২ মিনিটে বারুইপুরে পৌঁছাবে।

৪) বারুইপুর-শিয়ালদা লোকাল: বিকেল ৪ টে ৩৮ মিনিটে বারুইপুর থেকে ছেড়ে বিকেল ৫ টা ২৪ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। 

৫) বারুইপুর-শিয়ালদা লোকাল: রাত ১ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছেড়ে রাত ২ টো ১০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। 

৬) বারুইপুর-শিয়ালদা লোকাল: বারুইপুর থেকে ছাড়বে রাত ৩ টে ১০ মিনিটে। আর রাত ৩ টে ৫২ মিনিটে শিয়ালদায় ঢুকবে।

শিয়ালদা-বজবজ শাখায় পুজো স্পেশাল ট্রেন:

১) শিয়ালদা-বজবজ লোকাল: রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত ১২ টা ১৮ মিনিটে বজবজে পৌঁছাবে। 

২) বজবজ-শিয়ালদা লোকাল: রাত ১২ টা ৩০ মিনিটে বজবজ থেকে ছেড়ে রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।