নিজস্ব সংবাদদাতা: ১ অক্টোবর থেকে একটি শিয়ালদা-বজবজ লোকাল আবার নতুন করে চালু করা হচ্ছে। দুপুর ২ টো ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এই ৩৪১৬৮ শিয়ালদা-বজবজ লোকাল। আগে ওই ট্রেন চালু ছিল। কিন্তু পরবর্তীকালে ট্রেনটি তুলে নেওয়া হয়। আর তার ফলে আপাতত দুপুরে শিয়ালদা থেকে প্রায় দু'ঘণ্টা বজবজগামী কোনও লোকাল ট্রেন ছিল না। দুপুর ১ টা ১৪ মিনিটের পর সেই দুপুর ৩ টে ৮ মিনিটে ট্রেন পাওয়া যাচ্ছিল। ১ অক্টোবর সেই দুর্ভোগ শেষ হয়ে যাবে।
৩৪১৬৭ বজবজ-শিয়ালদা লোকাল: দুপুর ৩ টে ৩৩ মিনিটে বজবজ থেকে ট্রেনটি ছাড়বে। আগেও ওই ট্রেনটি ছিল। কিন্তু পরবর্তীতে সেই ট্রেন বাতিল করে দেয় পূর্ব রেল। ১ অক্টোবর থেকে আবার সেই ট্রেন চালু করা হবে। এর ফলে দুপুর ২ টো ৪৮ মিনিটের পর কোনও ট্রেনের জন্য বিকেল ৪ টে ১৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে না যাত্রীদের আর।
৩৪৬৫১ বারুইপুর-শিয়ালদা লোকাল: একটি বারুইপুর-শিয়ালদা লোকাল ফের চলতে শুরু করবে। ১ অক্টোবর থেকে সেই ট্রেন চালু করা হবে বলে জানা গেছে। দুপুর ২ টো ৪৪ মিনিটে বারুইপুর থেকে ট্রেনটি ছাড়বে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেল।
৩৪৬৫২ শিয়ালদা-বারুইপুর লোকাল: দুপুর ১ টা ৪৭ মিনিটে শিয়ালদা থেকে এই ট্রেন ছাড়বে বলে জানা গেছে। ১ অক্টোবর থেকে পুনরায় এই লোকাল ট্রেন চালু করা হচ্ছে।