শিয়ালদাহ ESI হাসপাতালে ভয়াবহ আগুন, ধোঁয়ায় শেষ ১ প্রাণ

খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকল বাহিনী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bj7ii

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার কাকভোরে শিয়ালদাহ ESI হাসপাতালে লাগলো ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি। তারপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। একই সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকল বাহিনী। প্রথমে দুটি দমকল এলেও ভয়াবহ আগুন দেখতেই সকাল সাড়ে ৭ টার মধ্যে সেখানে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। 

সেই ১০টি ইঞ্জিনের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে তৈরি হওয়া কালো ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় এক জনের। হাসপাতালেই ভর্তি ছিলেন বছর ৫০-এর উত্তম বর্মন। প্রবল ধোঁয়া সহ্য করতে না পেরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, এমনটাই দাবি করছে তাঁর পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ধোঁয়ায় মৃত্যু হয়নি তাঁর। তিনি অসুস্থ ছিলেনই, তাতেই প্রাণ হারিয়েছেন।

bgbyhhuy

যা জানা যাচ্ছে, ভোর ৫টা নাগাদ প্রথমে এই আগুন দেখা যায়। হাসপাতালের মেল ওয়ার্ডে আগুন লাগে। তড়িঘড়ি রোগীদের নীচে নামিয়ে আনা হয়। হুড়োহুড়ি পড়ে যায় রোগীর পরিবারজনেদের মধ্যেও। এই আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়নি এখনও।

publive-image

তবে ইতিমধ্যেই মেল ওয়ার্ডের ৮০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ ২ জনকে মানিকতলা ESI তে নিয়ে যাওয়া হয়েছে। আর ২ জন হাসপাতালে ভর্তি আছে বলে জানা যাচ্ছে। 

bghbhu