নিজস্ব সংবাদদাতা: আর জি করে খুন-ধর্ষণের মামলায় সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। ১৮ই জানুয়ারি সাজা ঘোষণা করা হবে। দুপুর দুটোর পর ঘোষণা করা হবে সাজা। ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। বিচার প্রক্রিয়া শুরুর ৬০ দিনের মাথায় সাজার দিন ঘোষণা।
অভিযুক্ত সঞ্জয় রায়কে এবার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে।