নিজস্ব সংবাদদাতা: সোমবার থেকে রাজ্যে গরমের ছুটি (Summer Vacation) পড়লেও মঙ্গলবার থেকেই আবার খুলে যাচ্ছে বেশ কিছু স্কুল-কলেজ। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি জানালেন, দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের মান যাচাইয়ের সংস্থা আসবে। তাই খোলা রাখতে হলো কলেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহে কিছু পরীক্ষা (Exam) রয়েছে। তাই একাংশ খোলা রয়েছে। অন্যদিকে, বৃত্তিমূলক শাখার একাদশ শ্রেণির পরীক্ষার (Class 11 Exam) সূচি অপরিবর্তিত। তাই অনেক স্কুলও খোলা রয়েছে।