নিজস্ব সংবাদদাতা: প্রবল দাবদাহের জন্য বাংলার স্কুলগুলোতে গরমের ছুটি দেওয়া হয়। পড়ুয়াদের কথা মাথায় রেখে ২২ এপ্রিল থেকেই শুরু হয়ে যায় গরমের ছুটি। এবার রাজ্যের স্কুল খুলছে। ৩রা জুন থেকেই স্কুল চালু হয়ে যাবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা মেনে ৬ মে থেকে গরমের ছুটি শুরু ও ২ জুন স্কুল আবার চালু হওয়ার কথা ছিল।
গরমের জন্য ছুটি এগিয়ে ২২ এপ্রিল থেকে ছুটি দেওয়া হলেও স্কুল খোলার দিন ঘোষণা হয়নি। তবে ৩ জুন স্কুল খুললেও ক্লাস শুরু হতে পারে ৫ জুন থেকে। ভোটের কারণে স্কুলগুলোতে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ৪ জুন ভোটের রেজাল্টও আছে। ভোটের ফলাফল বের হওয়ার পর স্কুলগুলোতে পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য দেরিতে শুরু হবে ক্লাস।