নিজস্ব সংবাদদাতা : ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে দিনটিতে। এবারে ৭৬তম বর্ষেও স্বাধীনতা দিবস পালিত হবে নানা অনুষ্ঠানের মাধ্যমে। ১৫ আগস্টের সকালে ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধী মেমোরিয়াল সৌধে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। থাকবেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। সকাল সাড়ে ৮টায় হবে এই অনুষ্ঠান। তারপর সকাল সাড়ে ১০ টা নাগাদ রেড রোডে প্রতিবারের মতো অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। পতাকা উত্তোলন হবে। এছাড়াও নানা বর্ণাঢ্য অনুষ্ঠান তো থাকছেই। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১ টা নাগাদ রাইটার্স বিল্ডিং-এ উত্তোলিত হবে জাতীয় পতাকা। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এরপর রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নর সামনে হবে পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২ টার মধ্যে ১০২ নম্বর রুমে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। থাকবেন মন্ত্রী অরূপ রায়। দুপুর সাড়ে ১২টায় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে হবে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুপুর ১২টা ৩৫ নাগাদ ভিক্টোরিয়ার কাছে কলকাতা ময়দানে ঋষি অরবিন্দর জন্মদিন উপলক্ষ্যে শ্রদ্ধা জানানো হবে। এখানেও থাকবেন ইন্দ্রনীল সেন। বোঝাই যাচ্ছে যে স্বাধীনতা দিবসের সকালে ঠাসা অনুষ্ঠান রয়েছে শহরে। ফলে আগে থেকেই বিকল্প রুট বেছে রাখুন যানজট এড়াতে।