“বুদ্ধং শরণং গচ্ছামি"- সুকান্ত মজুমদার কি বললেন?
ফের স্যালাইন কাণ্ডে মৃত্যু! ৪ মাসের লড়াই শেষে হার নাসরিন খাতুনের
পাকিস্তান ধ্বংস হতে চায়- কি বললেন মদন?
রাহুল গান্ধী দাবি করতে পারেন, মানলেন দিলীপ ঘোষ- সকাল সকাল ধামাকা
পাঠানকোটের স্থানীয় বাসিন্দা কি বলছেন?
রাজ্যে বিজেপিকে রাখতে এ কি করলেন যোগী- ভিডিও প্রকাশ হয়ে যেতেই ভাইরাল
একের পর এক ডুব- গঙ্গার জলে সারি সারি মানুষ- বড় ভিডিও প্রকাশ্যে
'এই হল সিপিএমের দেশপ্রেম- দেশপ্রেম, তবে কোন্ দেশের প্রতি, confused'- পাকিস্তানের হয়ে গুনগান- বড় ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দেওয়া হল
রাতে কি আবার গর্ত থেকে বেরোয় পাকিস্তান? কেমন কাটলো সীমান্তের রাত? জানুন

কালীপুজোর আগে ফের বৃষ্টিতে ভাসবে রাজ্য : জানুন কখন থেকে শুরু দুর্যোগ

কালী পূজার আগে আবার বৃষ্টিতে ভাসবে রাজ্য। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। কখন থেকে শুরু হবে দুর্যোগ?

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Rain

নিজস্ব প্রতিবেদন : আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলার দু-এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন ঘটবে, তবে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। কালীপুজোর আগে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Rainfall

কালীপুজো ও দীপাবলির সময় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাই ফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় মূলত পরিষ্কার আকাশ রয়েছে, যদিও কখনও আংশিক মেঘলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নগণ্য এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে, ফলে আর্দ্রতা কমবে।

rainnnn

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৬ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা ও আর্দ্রতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।