সায়ন লাহিড়ির মুক্তির বিরোধীতায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য

গতকাল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়নের এই গ্রেফতারিকে তীব্র ধিক্কার জানান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supremeecourt.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জেল থেকে মুক্তি পেয়ে গেছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ি। নবান্ন অভিযানের মূল মাথা হিসেবেই তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ দাবি করেছিল, সে নিজে বিক্ষোভে প্রত্যক্ষ ভাবে সামিল না থাকলেও তাঁর ইন্ধনেই নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার বেঁধে ছিল। তাই সে এই মামলায় মূল অভিযুক্ত। তবে পুলিশের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সায়ন লাহিড়ি।

গতকাল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়নের এই গ্রেফতারিকে তীব্র ধিক্কার জানান। প্রশ্নের মুখে দাঁড় করান রাজ্যকে। তিনি পুলিশকে কড়া ভাষায় জিজ্ঞেস করেন, আরজি করের ঘটনাতেও ঘটনাস্থলে ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁকে তাহলে কেন জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। এরকমই বেশ কিছু প্রশ্ন বাণে বিদ্ধ হয়ে আদালতের রায়ে মুক্তি দিতে হয় সায়নকে। এবার আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সায়ন লাহিড়ির মুক্তির বিরুদ্ধে গিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। 

sayan1
File Picture

 

lalbazar.jpg
File Picture

Adddd