দুই-তিন হাজার ছেলে ঢুকলে কীভাবে বাঁচবে! যাদবপুরকে নিয়ে হুঁশিয়ারি তৃণমূল নেতার

সৌগত রায় যাদবপুরকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
sougata royw2.jpg


নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া বার্তা দিলেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি বলেন, “তৃণমূলের ২-৩ হাজার কর্মী যদি ঢোকে, তাহলে ওরা কোথায় বাঁচবে?”

সোমবার তিনি স্পষ্ট ভাষায় বলেন, যাদবপুরে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলে সেখানে হাজার খানেক পুলিশ ঢুকে যেতে পারে। তাঁর মতে, "যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, যা আর সহ্য করা যাচ্ছে না।" পাশাপাশি তিনি বলেছেন, "প্রেসিডেন্সির মতো এখানেও কি পুলিশ নিয়ে ভাবতে হবে?যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে? ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত হয়েছে, না হলে কেউ সমবেদনা দেখাত না।" তিনি আরও বলেন, এর আগে বাবুল সুপ্রিয় ও জগদীপ ধনকড়কে বাধা দেওয়া হয়েছিল, এবার ব্রাত্য বসুকেও বাধা দেওয়া হল।


সৌগত রায়ের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিরোধীদের দাবি, সরকার যাদবপুরের ছাত্রদের ভয় দেখাতে চাইছে। অন্যদিকে, তৃণমূল শিবির বলছে, বিশ্ববিদ্যালয়ে লাগাতার বিশৃঙ্খলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই জরুরি।

যাদবপুরে চলমান পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়।