নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ত্রাসের আরেক নাম ‘সত্যব্রত’৷ তাকে গত শুক্রবার ছাত্রমৃত্যু কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, গত ৯ অগাস্ট, ঘটনার রাতে ডিন অফ স্টুডেন্টসকে ফোন করে এই সত্যব্রতই৷ এই ছাত্রেরই ভয়ে নাকি সেই রাতে হস্টেলে যেতে সাহস পাননি স্বয়ং সুপার৷ শুধুমাত্র বিষয়টি জানান হস্টেল কমিটিকে৷
জানা গেছে যে ক্যাম্পাস থেকে হস্টেল, চতুর্থ বর্ষের পড়ুয়া সত্যব্রত রাইয়ের দাপট সর্বত্র৷ দুর্ব্যবহার, অশ্রাব্য গালিগালাজে হস্টেল সুপার থেকে নিরাপত্তারক্ষী, জুনিয়রদের চাপ ছিল সত্যব্রতই৷ ভয়ে মুখ খুলতে পারত না কেউ৷ গত শুক্রবার তার গ্রেফতারির পরেই একে একে সব বলছে আবাসিকদের একাংশ৷ ছোট থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই। বর্তমানে সে সত্যব্রত কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সন্তোষপুরের হরিণঘাটায় থাকে৷ সত্যব্রতের বাবা প্রদীপ রাই ফল বিক্রি করেন৷ মা রুমা রাই সেলাইয়ের কাজ করেন। পাড়াতেও মেধাবী ছাত্র ছিল সে। সেই ছেলে কী ভাবে এই ঘটনায় জড়াল বুঝতে পারছেন না কেউ-ই৷