২০২৫ সালে এই তিন রাশির উপর আশীর্বাদ হবে শনির, সব কাজে সাফল্য টাকাপয়সার ফোয়ারা

কাদের ভয়দিনে খুলবে এবার?

author-image
Anusmita Bhattacharya
New Update
astrology

 নিজস্ব সংবাদদাতা: আর মাস দু’য়েকের অপেক্ষার পরই ধুমধাম করে বরণ করে নেওয়া হবে নতুন বছর। আর নতুন বছরে অনেকের ভাগ্যও বদলে যেতে পারে। কারণ ২০২৫ সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করছে। এর মধ্যে শনি অন্যতম।

২০২৫ সালের ২৯ মার্চ শনি বৃহস্পতির রাশি মীনে ঢুকবে। তারপর সেখানেই অবস্থান করবে ২০২৭ সালের ৩ জুন তারিখ অবধি। আড়াই বছর পর শনির এই রাশি পরিবর্তন করার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের উপর থেকে সাড়ে সাতির প্রভাব কেটে যাবে। আবার কিছু রাশির উপর সাড়ে সাতির প্রভাব চলবে। তবে শনির এই রাশি পরিবর্তন কিছু রাশির ভাগ্য বদলে দিতে চলেছে।

মকর রাশি: ২০২৫ সালে শনির রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতি থেকে মুক্তি পেয়ে যাবেন। শনি দ্বিতীয় লগ্ন এবং দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে তৃতীয় পরাক্রম ভাবে (সাহস ও চেষ্টার ঘর) প্রবেশ করবে। ধীরে ধীরে জীবনে সুখ এবং শান্তি আসবে। কাজে সফলতা এবং অর্থলাভের সুযোগ বাড়বে। চাকরিতে বদলি এবং দীর্ঘ দূরত্বের যাত্রার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি: ২০২৫ সালে শনি বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশ ভাব অর্থাৎ লাভের ঘরে প্রবেশ করবে। একই সঙ্গে নবম এবং দশম ভাবের অধিপতি হয়ে একাদশ ভাবের উপর প্রভাব ফেলবে। জ্যোতিষ বিশেষজ্ঞরা দাবি করছেন, মীন রাশিতে শনির গমন বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা। কর্মজীবন এবং ব্যবসাতেও উন্নতি দেখবেন। হঠাত টাকা বা পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। পঞ্চম এবং অষ্টম ভাবে শনির পূর্ণ দৃষ্টি থাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যাগুলোও দূরে যাবে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। 

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনি সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে নবম ভাবে যাবে। নবম ভাব হল কুণ্ডলী ভাগ্যের ভাব। মীন রাশিতে শনির গমনের ফলে কর্কট রাশির উপর থেকে শনি কন্টকের প্রভাব কাটবে। কাজে সাফল্য আসবে। লাভের সুযোগ বাড়বে। এই সময় নতুন চাকরি পেতে পারেন।