নিজস্ব সংবাদদাতা: শুক্রবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাকে স্বস্তির বৃষ্টিই বলা যায়। শনিবারও ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। তবুও দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পাবে না। উপকূলবর্তী জেলা এবং সন্নিহিত অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে আরও তিন-চারদিন বৃষ্টি হবে লাগাতার।