নিজস্ব সংবাদদাতা: ২৫ মে চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকবে আর কৃষ্ণপক্ষের দ্বিতীয় দিনে সিদ্ধিযোগ, সাধ্যযোগ, মূল নক্ষত্রের শুভ সংযোগ বেড়ে যেতে পারে৷ ফলে গুরুত্ব বাড়তে চলেছে ৫ রাশির৷
মেষ: জাতক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব পড়বে শনিদেবতার৷ দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হবে৷ আর্থিক অবস্থা ভালো হওয়ার দিকেই এগোচ্ছে৷ চাকরি আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মন খারাপের সময় শেষ।
/anm-bengali/media/media_files/SjXqyifTLQ6Am5Ro7kx2.jpg)
কন্যা: জাতক-জাতিকাদের জীবনে শনির আশীর্বাদের কারণে আত্মীয়ের সঙ্গে সেরা সময় তৈরী হতে পারে। নতুন করে জীবন শুরু করবেন অনেকেই।
/anm-bengali/media/media_files/AbAFZ11uMP091iivleE4.jpg)
তুলা: ভালো সময় আসছে। কাজে বেশ উৎসাহ পাবেন বন্ধুদের থেকে৷ বাড়বে সম্পত্তি৷ নতুন যানবাহন কেনার যোগ আসছে।
/anm-bengali/media/post_attachments/677e4b03dd225a893004f2f4890c58ee984a9ecdf8154189492f36a15f090a41.jpeg)