নিজস্ব সংবাদদাতা: আজ মহাষষ্ঠী, এমনিতেই মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উত্তরোত্তর বেড়েছে বই কমেনি। চতুর্থী, পঞ্চমীতেও দেখা গিয়েছে জনপ্লাবন। ফলে আশা করা যাচ্ছে আজ মহাষষ্ঠীতেও দেখা যাবে একই ছবি। কিন্তু এর মধ্যেই দুর্ভোগও রয়েছে। আজ শিয়ালদাহ দিয়ে যারা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাবেন, তাঁদের হাতে বাড়তি সময় নিয়ে বেড়তেই হবে।
কেননা আজ শিয়ালদাহ দক্ষিণ শাখায় ট্রেনে দুর্ভোগ রয়েছে। বাতিল হয়েছে একাধিক ট্রেন। আর তাতে দুর্ভোগ বেড়েছে বহু যাত্রীর। এমনকি যাত্রীদের অভিযোগ, আগাম ঘোষণা না করেই রেল কর্তৃপক্ষ নিজেদের মনমর্জিতে ট্রেন বাতিল করে দিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ বহু অফিসই খোলা, অনেক জায়গায় স্কুলও খোলা। মূলত, আজই স্কুল, কলেজ হয়ে কিংবা অফিস-কাছারি হয়ে পুজোর ছুটি পড়বে। স্বাভাবিক ভাবেই অফিস টাইমে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। ট্রেন না থাকায় একটি ট্রেনেই বাদুর ঝোলা হয়ে যেতে হচ্ছে যাত্রীদের।
এই নিয়েই এদিন সোনারপুর স্টেশনে রেল অবরোধ হয়। প্রায় ২ ঘন্টা ধরে চলে অবরোধ। আর তার জেরে রেল পরিষেবা ব্যাহত হল শিয়ালদাহ দক্ষিণ শাখায়। সোনারপুরের রেলযাত্রীরা এদিন অভিযোগ করেন, আগাম না জানিয়েই বুধবার সকালে সোনারপুর লোকাল বাতিল করে দেওয়া হয়। এর জেরে বহু রেল যাত্রী বিপাকে পড়েন। এই আবহে সোনারপুর স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। এর জেরে সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা এবং লক্ষ্মীকান্তপুর মুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বহু জায়গায় পর পর দাঁড়িয়ে পড়েছে লোকাল ট্রেনগুলি।