১০ বছর পর মুক্তি! বাড়ি ফিরছেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী

সারদা কেলেঙ্কারির তথ্য ফাঁস হতেই কলকাতা থেকে চলে যান সুদীপ্ত ও দেবযানী। ২০১৩ সালের ২২ এপ্রিল সুদীপ্ত ও তাঁর সঙ্গিনীকে কাশ্মীর থেকে গ্রেফতার করে আনে বিধাননগর কমিশনারেটের পুলিশ। পরে সুপ্রিম কোর্টে যায় এই মামলা।

author-image
Anusmita Bhattacharya
New Update
debjani

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বন্দি জীবন থেকে ক্ষণিকের মুক্তির স্বাদ পেলেন। আগামী ৫ জুন জেলের বাইরে পা রাখবেন সারদা টিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। মুক্তি পাবেন প্যারোলে। আজ থেকে ১০ বছর আগে সারদা চিটফাণ্ডকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল বাংলাজুড়ে। সুদীপ্ত সেনের পাশাপাশি উঠে আসে দেবযানী মুখোপাধ্যায়ের নাম যিনি সারদার মালিক সুদীপ্ত সেনের সঙ্গিনী। তদন্ত এখনও শেষ হয়নি। অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য আগামী ৫ জুন মাত্র চার ঘণ্টার অনুমতি পেয়েছেন তিনি। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের কর্তৃপক্ষের কাছে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার আবেদন জানিয়েছিলেন দেবযানী।