সরস্বতী পুজোতে 'সোয়েটার' লাগবে না! পূর্বাভাসে এ কি জানাল হাওয়া অফিস

জেনে নিন পুজোর আগেই

author-image
Anusmita Bhattacharya
New Update
saraswatipuja

নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু বাঙালির। কিন্তু পুজোর দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে এখন চিন্তা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে এবারের বাগদেবীর আরাধনার দিন শীত প্রায় উধাও হয়ে যাবে।

জানা গেল যে ২ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনের বেলা ঠান্ডা থাকবে না। সকালে হালকা রোদ থাকলেও, দুপুরে আবহাওয়া গরম হতে পারে।saraswati-puja-weather-update