নিজস্ব সংবাদদাতা: শিল্পচেতনার বিশেষ মঞ্চ হিসেবে লবণহ্রদ বিদ্যাপীঠ চির রঙিন ও শাশ্বত। সরস্বতী পূজা এর ব্যতিক্রম নয়। এই পুজো এখানে যেনো এক বিশেষ মহোৎসব। এই পুজো ‘আমাদের প্রিয় পুজো, আমাদের নিজস্ব পুজো’।
বাগদেবীর মণ্ডপ সেজে উঠেছে পাটের দড়ি ও পাটকাঠির অপরূপ শোভায়। দিন রাত সব বিসর্জন দিয়ে ছাত্র ছাত্রীরা অন্তরের সকল সৃজনশীলতায় ভরিয়ে দিয়েছে স্কুলবাড়ির উঠোন। রং তুলির আলপনার কল্কায় ফুটে উঠেছে সকলের প্রচেষ্টা ও পূজার প্রতি ভালোবাসা। ছাত্র ছাত্রীদের গাঁথা মালায় সজ্জিত উঠোন। আলোয় ঝলমলিয়ে উঠেছে স্কুল বাড়ি। এক কথায় মহামিলন ক্ষেত্রের এক অপরূপ সংস্করণ হয়ে উঠেছে লবণ হ্রদ বিদ্যাপীঠ।