নিজস্ব সংবাদদাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) এক যুগ্ম কমিশনারের নজরদারিতে সরস্বতী পুজো যোগেশচন্দ্র কলেজে (Jogesh Chandra College), জানিয়ে দিল হাইকোর্ট (Highcourt)। চলতি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে যোগেশচন্দ্র কলেজে হবে সরস্বতী পুজো। যোগেশ চন্দ্র চৌধুরী ডে ও ল কলেজের সরস্বতী পুজো করতে হবে কলকাতা পুলিশের এক যুগ্ম কমিশনারের নজরদারিতে। নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর।