আসছে বছর কবে সরস্বতী পুজো? দিনক্ষণ ও শুভ সময় জানতে করুন ক্লিক

জগদ্ধাত্রী পুজোও শেষ। এবার আসছে সরস্বতী পুজো।

author-image
Anusmita Bhattacharya
New Update
saraswatipuja1

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেল। এখন নতুন বছর আসলেই সরস্বতী পুজোর উন্মাদনা। এর জন্য অপেক্ষা করে থাকেন স্কুল-কলেজের পড়ুয়ারা। শীতকালে বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে মেতে ওঠে কচিকাঁচারা। ঘরে ঘরে পূজিতা হন বাগদেবী। দেবী সরস্বতীর পুজো হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলার সব ঘরে ঘরে। শীতের শুরুতেই জেনে নেওয়া যাক, ২০২৫ সালে সরস্বতী পুজো কবে পালিত হবে।

২০২৫ সালে সরস্বতী পুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার। ছুটি দিন বলে ভালোমতো পুজো করতে পারবেন। এই বছর সরস্বতী পুজোর পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি ৯টা ৫৯ মিনিট পর্যন্ত।