২০২৫-র শুরুতেই এবার হবে সরস্বতী পুজো! দিনক্ষণ, পঞ্চমী তিথি সব রইল

ক্লিক করে জেনে নিন সব

author-image
Anusmita Bhattacharya
New Update
saraswatipuja

নিজস্ব সংবাদদাতা:সারা বছর ধরে অনেকেই অপেক্ষা করেন সরস্বতী পুজোর জন্য। শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো স্পেশাল হয়। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীকে অঞ্জলি দেয় তারা। বিদ্যা, বুদ্ধি আর জ্ঞানের জন্য প্রার্থনা করে মায়ের কাছে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতীর পুজো হয়।

২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি (বাংলা তারিখ ২০ মাঘ), সোমবার সরস্বতী পুজো এবার পড়েছে। ২ ফেব্রুয়ারি বেলা ১২.২৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯.৫৯ মিনিট পর্যন্ত চলবে পঞ্চমী তিথি।