নিজস্ব সংবাদদাতা: এই বছরে ১৪ ফেব্রুয়ারি পড়ছে সরস্বতী পুজো। যদিও পঞ্চমী তিথি আগেই শুরু হয়ে যাচ্ছে। তবে ১৪ ফেব্রুয়ারিতেই করা হবে পুজো। একনজরে দেখা যাক, সরস্বতী পুজোর তিথি কখন থেকে পড়ছে।
মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে করা হয় সরস্বতীর পুজো। এই পুজোর পঞ্চমী তিথি যদিও ১৩ ফেব্রুয়ারি পড়ছে, তবে তা সেদিন দুপুর থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুুর ২ টো ৪১ মিনিটে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হচ্ছে। আর এই তিথি থাকবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত।