প্রযুক্তিগত জীবন কেমন হয়? জানাবে এই পুজো মণ্ডপ

সন্তোষপুর লেক পল্লী, এবছর তাঁদের পুজো ৬৬তম বর্ষে পদার্পণ করল। থিমে রয়েছে বিশেষ আকর্ষণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
373700169_2490881124419173_4389557914726560808_n.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আমাদের প্রত্যেকের জীবনই এখন কন্ট্রোল হয় প্রযুক্তির মাধ্যমে। বলা ভালো আমরা চালিতই হয় প্রযুক্তির সাহায্যে। আমাদের জীবনের ওঠা-পড়া, চলা-ফেরা সবে হস্তক্ষেপ করে প্রযুক্তি। সেই প্রযুক্তিগত জীবনেরই কথা ব্যক্ত হবে এই পুজো মণ্ডপে।

সন্তোষপুর লেক পল্লী, এবছর তাঁদের পুজো ৬৬তম বর্ষে পদার্পণ করল। তাই এবছর তাঁদের পুজো থিম ‘স্বতন্ত্র’। ‘স্ব’ মানে নিজে এবং ‘তন্ত্র’ মানে প্রযুক্তি। নিজের জীবনে প্রযুক্তি কীভাবে জড়িয়ে রয়েছে, সেই বিষয়ই তুলে ধরবে লেক পল্লী।

গতবছরের প্রতিমা.jpg

এবছর তাঁদের পুজো বাজেট ২৫ থেকে ৩০ লাখের কাছাকাছি। আর এতো সুন্দর থিমের মূল ভাবনার দায়িত্বে যিনি তিনি হলেন, রাজকুমার প্রামাণিক। এবং প্রতিমা শিল্পী অধীর পাল। পুজোর উদ্বোধন তৃতীয়াতে।

rectify impact.jpg