নিজস্ব সংবাদদাতা: সন্তোষপুর এভিনিউ সাউথ, এবছর তাঁদের পুজো ৫৭তম বর্ষে পদার্পণ করল। এবছর তাঁদের থিম ‘ভুবন জুড়ে মায়ের আঁচল’। আমরা প্রত্যেকেই মায়ের আঁচলের তলায় পরম শান্তি অনুভব করি। জীবনের সমস্ত রকমের দুঃখ-যন্ত্রণা যেন এখানেই নিরাময় হয়। আর এবার সেই মায়ের আঁচলই থাকবে সন্তোষপুরের এই মন্ডপ জুড়ে।
তাঁদের এবছরের থিম শিল্পী হলেন প্রদীপ্ত কর্মকার এবং প্রতিমা শিল্পী হলেন অভিষেক ভট্টাচার্য। এবছর তাঁদের পুজো বাজেট ২৫ লক্ষের কিছু বেশি। পুজোর উদ্বোধন হয়ে যাবে মহালয়ার পরেই।