BIG BREAKING: তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল শান্তনু সেনকে!

কেন এই পদক্ষেপ?

author-image
Anusmita Bhattacharya
New Update
Santanu Sen

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুলতেই কি দলের কোপের মুখে পড়লেন শান্তনু? 

Trinamul Congress | Realtor extort slur on TMC MP, councillor - Telegraph  India

এদিকে এই প্রাক্তন সাংসদকে আগেই অপসারণ করা হয়েছে বলে দাবি করলেন জয়প্রকাশ মজুমদার। 'আর জি কর কাণ্ডে চক্রান্তে যাঁরা ছিল, তাঁদের রেয়াত করিনি' বলে গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই শান্তনু সেনকে পদ থেকে সরানো হল। 

BJP slams TMC MP Santanu Sen for remarks on Modi's Tejas sortie. 'Sack if  integrity left in party'

আর জি কর নিয়ে এই পর্যন্ত যা বলেছেন শান্তনু সেন, তার বাইরে আর কিছু বলবেন না বলে গতকালই সোজা বলে দেন শান্তনু। 

TMC MP Santanu Sen: প্রিজন ভ্যানে তোলার সময় কোমরে চোট পেয়েছেন শান্তনু,  শুরু ফিজিওথেরাপি - Bengali News | TMC MP Santanu Sen lost money, mobile,  now he is injured, physiotherapy suggested |