নিজস্ব সংবাদদাতা: আর জি করের ধর্ষণ-খুনের কাণ্ডে এই প্রথম গ্রেফতার করল সিবিআই। টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
এই নিয়ে শান্তনু সেন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে শান্তনু সেন লিখলেন, "আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, অপরাধ মনষ্ক লোকটির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলাম আমি। সঠিক ছিলাম, তা ঈশ্বর আজ আরো একবার প্রমাণ করলেন"।
এর আগে আর্থিক তছরূপ মামলায় সন্দীপ ঘোষ। গ্রেফতার হয়েছিলেন। তখন অর্থাৎ ২ সেপ্টেম্বর শান্তনু লিখেছিলেন, "ঈশ্বর বিচার করলেন। প্রমাণ হল আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম"।
তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যে আছেন শান্তনু সেন। তাকেই সম্প্রতি মুখপাত্র পদ থেকে সরানো হয়েছে। তাহলে কি শীর্ষ নেতৃত্বের কোপে পড়েছেন তিনি? উঠেছিল প্রশ্ন। কদিন আগে আর জি কর হাসপাতালের পড়াশোনা রসাতলে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি।