নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডে মুখ খুলেই বিড়ম্বনায় পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন৷ আজ রাজ্যসভার প্রাক্তন সাংসদকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতালের পরিবেশ এবং বর্তমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে মুখ খোলেন এই চিকিৎসক নেতা শান্তনু সেন৷ তিনিও আর জি করের প্রাক্তনী।
পদ হারানোর পর এই নেতা বলেন, ”অনেক প্রতিকূল পরিস্থিতিতেও আমি কোনও দলবিরোধী কাজ করিনি। কিন্তু তৃণমূল জমানায় স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হলেও স্বাস্থ্য ব্যবস্থার অনেক কিছু নিয়েই দলনেত্রীর কাছে সঠিক খবর পৌঁছায় না। দুঃখ লাগে, যখন দেখি, অন্য দল থেকে এলে বা সেই দল এই দল করে আমাদের দলে এলে, বা নেত্রীর বিরুদ্ধে কথা বললেও আমাদের দলে সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ের সাথী নেতা-কর্মীরা অনেক সময় রোষের মুখে পড়েন। আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, আজও তৃণমূলের সঙ্গেই আছি।”