বিতর্কে 'দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল', মুখ খুললেন পরিচালক

'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর নয়া বিতর্কের নাম 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'৷

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নবভ

নিজস্ব সংবাদদাতাঃ  'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর নয়া বিতর্কের নাম 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'৷ পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, এই অভিযোগে কলকাতা পুলিশ নোটিশ জারি করেছে ছবির পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির ৪১এ ধারায় পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর ৷ আগামী ৩০ মে আর্মহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে হাজির হতে বলা হয়েছে ৷ এই বিষয়ে হিন্দি ছবি 'দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল'-এর পরিচালক সনোজ মিশ্র বলেন, 'আমার উদ্দেশ্য রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা নয়। আমরা ছবিতে কেবল মাত্র এমন কিছু তথ্য দেখিয়েছি যা ভালভাবে গবেষণা করা হয়েছে।'