নিজস্ব সংবাদদাতা: শিয়ালদহ আদালতের (Sealdah Court) চূড়ান্ত রায় ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনে ধৃত সঞ্জয় রায়ের বোন। তিনি জানান, উচ্চ আদালতে আবেদন করার কোনও পরিকল্পনা তাঁদের নেই। ২০০৭ সালে বিয়ের পর থেকে বাপেরবাড়ির সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। অনেক কম বয়সেই মদের নেশায় আসক্ত হয়ে পড়েছিল সঞ্জয়। তবে তাঁর ভাই এমন কাণ্ড ঘটিয়েছে বলে কোনও ধারণা নেই।