নিজস্ব সংবাদদাতা : আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের (RG Kar Case) ঘটনায় দোষী সব্যস্ত হয়েছে সঞ্জয় রায় (Sanjoy Roy)। এ বিষয়ে শনিবার শিয়ালদহ দায়রা আদালত চূড়ান্ত রায় দিয়েছে । সোমবার সাজা ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস। আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হয়েছে ধৃত সঞ্জয় রায় (Sanjay Roy)। তার সঙ্গে ৫০, ০০০ টাকার আর্থিক জরিমানা। অনাদয়ে আরও ৩ বছরের কারাদণ্ড।
তবে সাজা শুনে ভেঙে পড়েছে সঞ্জয়। 'যাবজ্জীবনের চেয়ে ফাঁসি হলেই বেশি ভালো হত,' জানালেন আরজি করের ঘটনার মূল অভিযুক্ত। কাঠ গড়ায় দাঁড়িয়ে কাঁদো কাঁদো অবস্থা হয়েছিল তাঁর। তারপর থেকে খাওয়া বন্ধ। খাবার ছুঁয়েও দেখছে না সঞ্জয়।