পাকিস্তানের ত্রাণ চুরি করে পাকিস্তানের ড্যামেজ করবে তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায় Please do the needful- মমতা ব্যানার্জিকে বললেন বাংলারই নেতা
পাকিস্তানি পণ্য বিক্রি করলেই এবার কড়া শাস্তির মুখে পড়বে Amazon, Flipkart, জানালো কেন্দ্র
ভারতের প্রত্যাঘাত নিয়ে সর্বদলীয় বৈঠক এখনও হয়নি, ক্ষোভ প্রকাশ কংগ্রেসের
‘ভারতকে এখনও চিনতে পারেনি পাকিস্তান’, ওয়াশিংটন ডিসি থেকে এমনই বলা হল এবার
আর যাওয়া হবে না তুরস্ক, পাকিস্তানকে সমর্থন করায় মাসুল গুণতে হবে ওই দেশকে
ভারতীয় সেনার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল
সুফল বাংলায় নতুন সংযোজন, এবার পছন্দের মাছ পান পছন্দের দামে
লন্ডনে হিন্দু সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হল
কাল আকাশ থাকবে আংশিক মেঘলা! তাহলে কি বৃষ্টিও হবে?

হাইকোর্টে বিচার চলাকালীন হঠাৎই মুখ খুলল সঞ্জয় রায়! আরজি কর কান্ডে নয়া মোর

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে সঞ্জয় রায়ের জামিনের আবেদন শিয়ালদহ আদালতে খারিজ। সিবিআইর তদন্তে নতুন তথ্য সামনে এসেছে, যার মধ্যে প্রমাণ লোপাটের চেষ্টা ও প্ররোচনার অভিযোগ অন্তর্ভুক্ত।

author-image
Debapriya Sarkar
New Update
Rg kar

নিজস্ব প্রতিবেদন : শিয়ালদহ আদালতে অনুষ্ঠিত শুনানির সময় আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায় নিজেই জামিনের জন্য বিচারকের কাছে আবেদন জানালেন। সিবিআই এ দিন সঞ্জয়, সন্দীপ ঘোষ এবং টালা থানার ধৃত ওসি অভিজিৎ মণ্ডলকে ভার্চুয়ালি আদালতে পেশ করে। শুনানি চলাকালীন সঞ্জয় রায় বিচারকের কাছে জামিনের আবেদন জানান, কিন্তু বিচারক জানান যে, এ বিষয়ে তার আইনজীবীই কথা বলবেন। শেষে জামিনের আবেদন খারিজ করে সঞ্জয়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

m yjrh

সঞ্জয়ের মতো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রেও একই রকম নির্দেশ দেয়া হয়েছে। সিবিআই আদালতে দাবি করেছে যে, খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। এই প্রক্রিয়ায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।এছাড়া, আদালতে সিবিআই জানায়, সঞ্জয় রায়কে প্ররোচনা দেওয়া হয়েছে কি না, অথবা ঘটনাটি আড়াল করার চেষ্টা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

R G Kar Incident

সঞ্জয়ের আইনজীবী আদালতে আরও একটি আবেদন জানান যে, তিনি জেলে একাকীত্বে ভুগছেন এবং অন্যান্য বন্দিদের সঙ্গে জেনারেল ওয়ার্ডে রাখা হোক। তবে বিচারক এই আবেদনও খারিজ করে দেন। এভাবে, আদালতের কার্যক্রম চলাকালীন সঞ্জয় রায়ের জামিনের আবেদন খারিজ হওয়ার পর মামলার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যা সমাজে এবং স্বাস্থ্য ব্যবস্থায় একটি বড় প্রশ্ন তুলে ধরছে।