নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় এখন জেল হেফাজতে। শুক্রবার শিয়ালদহ আদালত নির্দেশ দেওয়ার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে নিয়ে যাওয়া হল। আর সেখানেই তার ঠিকানা পয়লা বাইশ সেল যেখানে আগে থেকেই আছেন রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক।
/anm-bengali/media/media_files/Tp8WwHrFjuUs9wiBJ8HE.jpg)
বলা হয় যে প্রেসিডেন্সির জেলের পয়লা বাইশ সেলটি নাকি হাই প্রোফাইল বন্দিদের জন্য। ২১ নম্বর কুঠুরিতে ঠাঁই পেল আর জি কর কাণ্ডের ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।
/anm-bengali/media/post_attachments/99aecb0bed02e3080ce1d053d1e19c5e80a65c241cd80df480085b7e42ff451e.jpg)
জানা গেছে যে এই সেলে আগে যে ছিল, তাকে অন্যত্র সরিয়ে সঞ্জয়ের জন্য সেটি ছেড়ে দেওয়া হয়েছে। ২ নম্বর সেলে রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৫ নম্বরে আছেন রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
/anm-bengali/media/media_files/oMrhFJujNdr8BuoomJJm.jpg)