নিজস্ব সংবাদদাতা: জেলের ভিতর দম বন্ধ হয়ে আসছে আরজি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের। তার জেরেই তিনি কান্নাকাটি করছেন। এমনটাই প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে। এর আগে সঞ্জয় রায় অন্য বন্দিদের সঙ্গে তাঁকে রাখার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল। এবার প্রেসিডেন্সি জেলে নিজের সেলে সঞ্জয় রায়কে কাঁদতে দেখা গেল।
প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে, , মঙ্গলবার নিজের সেলে বসে কাঁদছিলেন সঞ্জয় রায়। তখন সেখানে হাজির হন এক কারারক্ষী। কেন কাঁদছেন তা জিজ্ঞাসা করা হলে সঞ্জয় রায় বলেন, ‘জেলের ভিতরে দম বন্ধ হয়ে আসছে। জেলে থাকতে ভালো লাগছে না আমার। জেল কর্তৃপক্ষ সমস্ত আবেদন খারিজ করে দিচ্ছে। আমার স্বাধীনভাবে ঘোরাফেরা করার অভ্যাস। এভাবে কি বেঁচে থাকা যায়? দুশ্চিন্তায় রাতে ঘুম আসছে না।' আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে। কিছুদিন সিবিআই হেফাজতে ছিলেন। তারপর থেকে ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেল। সেখানেই রয়েছেন।