পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজভবনের 'পিস রুম'

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে ভোটে হিংসা রুখতে ও মানুষের সাহায্য করতে রাজভবনে খোলা হয়েছে পিস রুম বা শান্তিকক্ষ। যদিও রাজভবনের এই কাজকে মোটেই ভালোভাবে নেয়নি শাসক দল তৃণমূল।

author-image
SWETA MITRA
New Update
peace room.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণা হতেই পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে মিলছে অশান্তির খবর। ঝরছে মানুষের রক্ত। ইতিমধ্যে প্রাক ভোটের বলিও হয়েছেন। এদিকে ভোটের আগে রাজভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমকে ‘পিস রুম’ বলা হচ্ছে। সেখানে মুহুর্মুহু জমা পড়ছে জমা। আজ সোমবার সংবাদমাধ্যমে মুখোমুখি হন 'পিস রুম'-এ রাজ্যপালের বিশেষ দায়িত্বে থাকা অফিসার সন্দীপ কুমার সিং। তিনি জানান, "আমরা প্রতিদিন ১০০-রও বেশি ফোন পাচ্ছি। যারা ফোন করছেন আমরা তাদের সমস্যাগুলি লিখে রাখছি এবং সেগুলি সংকলন করে রাজ্যপালের কাছে পাঠিয়ে দিই। তারপর তাঁর নির্দেশ অনুযায়ী আমরা এটি রাজ্য সরকারের কাছে প্রেরণ করি আমরা।"