নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণা হতেই পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে মিলছে অশান্তির খবর। ঝরছে মানুষের রক্ত। ইতিমধ্যে প্রাক ভোটের বলিও হয়েছেন। এদিকে ভোটের আগে রাজভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমকে ‘পিস রুম’ বলা হচ্ছে। সেখানে মুহুর্মুহু জমা পড়ছে জমা। আজ সোমবার সংবাদমাধ্যমে মুখোমুখি হন 'পিস রুম'-এ রাজ্যপালের বিশেষ দায়িত্বে থাকা অফিসার সন্দীপ কুমার সিং। তিনি জানান, "আমরা প্রতিদিন ১০০-রও বেশি ফোন পাচ্ছি। যারা ফোন করছেন আমরা তাদের সমস্যাগুলি লিখে রাখছি এবং সেগুলি সংকলন করে রাজ্যপালের কাছে পাঠিয়ে দিই। তারপর তাঁর নির্দেশ অনুযায়ী আমরা এটি রাজ্য সরকারের কাছে প্রেরণ করি আমরা।"