নিজস্ব সংবাদদাতা: গতবার যখন আদালতে তোলা হয়েছিল সেদিনও শুনেছিলেন ‘চোর’ স্লোগান। আর আজও সেই স্লোগান শুনতে শুনতেই কোর্ট চত্বরে প্রবেশ করতে হল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তবে গতবারের তুলনায় এবারে সন্দীপ ঘোষের প্রাপ্তি সংখ্যা কোনও অংশে কম নয়। গতবার কোনও আন্দোলনকারী সন্দীপ ঘোষের মাথায় সজোরে চাটি মেরেছিলেন। আর এবার আন্দোলনকারী এক মহিলা আইনজীবী তাঁর দিকে জুতো ছুঁড়ে মেরেছেন। ভাগ্য ক্রমে সেই জুতো উড়ে সন্দীপের দিকে গেলেও তা তাঁর পাশ দিয়ে বেরিয়ে যায়।
এমনই অবস্থা তৈরি হয় আজ আদালত চত্বরে, যে শুনানি শেষ হয়ে গেলেও তাঁকে কোর্ট রুম থেকে বের করতে পারেনি পুলিশ। কেননা তখন কোর্ট রুমের বাইরে মারমুখী আন্দোলনকারীরা। যেকোনও সময় ঘটে যেতে পারে বিপদ। এমন অবস্থায় ডাকতে হয় সেনাবাহিনীকে। সেনা এসে স্পেশাল প্রটেকশন দিয়ে আদালত কক্ষ থেকে সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তকে বাইরে নিয়ে এসে প্রিজন ভ্যানে তুলে দেয়।
আদালতের অনেকেই দাবি করেছেন, এও এক নজীর বিহীন ঘটনা, যেখানে একজন অভিযুক্তকে এই ভাবে নিরাপত্তা দিয়ে প্রিজন ভ্যানে তুলতে হয়। একজন দাগী অপরাধীও বোধহয় কোনও দিন এমন ট্রিটমেন্ট পায়নি।