আর জি করের দুর্নীতির টাকাতেই সন্দীপ ঘোষ করেন ফিক্সড ডিপোজিট? সামনে আনল সিবিআই

এবার আবার এক নতুন আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা: আর জি কর হসপিটালের দুর্নীতির টাকাতেই কি প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ চারটি ফিক্সড ডিপোজিট করেছিলেন? এবার তা খতিয়ে দেখা প্রয়োজন বলে আদালতে দাবি করল সিবিআই।

সন্দীপ ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে সিবিআই। তারপরই পারিবার ও অনান্য খরচ চালাতে স্টেট ব্যাঙ্কের কয়েকটি ফিক্সড ডিপোজিট ভাঙার জন্য হাইকোর্টের কাছে যান সন্দীপ ঘোষ।  ওই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে এমনই নির্দেশ দিয়েছিল আদালত। সন্দীপের কোন অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে, সিবিআইকে সেই নিয়েও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি শুভেন্দু সামন্ত। বুধবার এ ব্যাপারে আদালতে রিপোর্ট পেশ করল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই রিপোর্টে দাবি করে যে ২০২১ ও ২০২৩ সালে ৪টে ফিক্স ডিপোজিট করেন সন্দীপ ঘোষ। আদালতে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আবার দাবি করেন যে সেই সময়ই আর জি করে অপরাধ করা হয়েছিল। ফলে ওই দুর্নীতির টাকার সঙ্গে ফিক্সড ডিপোজিটের কোনও সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখতে হবে।  সিবিআইয়ের পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় তদন্ত করছে।