নিজস্ব সংবাদদাতা: সিবিআই-এর গড়িমসি যে এই দিনটা দেখাতোই তা আন্দাজ করা হচ্ছিল অনেকদিন আগের থেকেই। ৯০ দিনের মাথাতেও চার্জশিট দিতে পারলো না সিবিআই। তার জেরে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় জামিন পেয়ে গেলেন অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। তিলোত্তমার ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। মাত্র ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে দু’জনকে জামিন দিয়েছে আদালত।
জামিন পেলেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। সেই শর্ত মানলে তবেই অভিজিৎ মণ্ডলের জেলমুক্তি হবে বলে জানা যাচ্ছে। কিন্তু, সন্দীপ ঘোষের জেলমুক্তি এখনই সম্ভব নয়। কারণ আরজি করের দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তিনি অভিযুক্ত। আর সেই মামলার তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। তাই আপাতত, জেল থেকে বেরচ্ছেন না সন্দীপ ঘোষ। তবে জেল থেকে মুক্তি ঘটবে টালা থানার প্রাক্তন ওসির।