নিজস্ব সংবাদদাতা: আরজি করে তরুণী চিকিৎসক হত্যার ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ। হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই সন্দীপ ঘোষ একাধিক ফোন করেছিলেন, হত্যার ঘটনা চেপে দেওয়ার জন্য। তৎকালীন টালা থানার ওসিও এই ঘটনা ধামা-চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি সেই কারণে একাধিক জায়গায় ফোন করেছিলেন। শিয়ালদহ আদালতে এমনটাই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবীর।
সিবিআই সূত্রের খবর, সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের কল ডিটেলস ইতিমধ্যে সিবিআইয়ের সামনে এসেছে। সেখান থেকে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে। সিবিআই এদিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের আবেদন করে। অন্যদিকে, আরজি করে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন টিএমসিপি নেতা আশিষ পাণ্ডে। আরজি করে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আশিষ পাণ্ডে। কিন্তু আশিষ পাণ্ডের উত্থান আর তার বিরুদ্ধে আনা অভিযোগ শুনলে আপনি চমকে উঠবেন। জানা গিয়েছে, ৯ আগস্ট আরজি করে সেমিনার হলে যেখানে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন আশিষ পাণ্ডে।