নিজস্ব সংবাদদাতা: আর জি কর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ-খুনের পর থেকে উত্তাল গোটা বাংলা। দাবি একটাই সঠিক বিচার চাই। এই দাবিতেই দিনের পর দিন রাতের বরাত পথে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ।
যোগ দিয়েছেন সেলিব্রিটি এবং এবং অন্যান্য বিশিষ্টজনেরাও। তারা যে শুধুই সাধারণ মানুষের হাতে হাত রেখে মিছিলে সামিল হচ্ছেন তা নয় অনেকেই রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। এবার এই তালিকায় নাম লেখালেন শিল্পী সনাতন দিন্ডা।
কলকাতায় দুর্গাপুজো আর এই এই শিল্পীর নাম ওতপ্রোতভাবে জড়িত। তবে এবার তিনিই নিলেন বড় পদক্ষেপ। রাজ্য চারু কলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন এই শিল্পী। সেই পদ থেকে ইস্তফা দিলেন তিনি স্বেচ্ছায়। আর সেটা যে তিলোত্তমার প্রতি হওয়া অবিচারের প্রতিবাদ সেটা স্পষ্ট তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই।
কারণ সেখানে তিনি স্পষ্ট লিখেছেন, আমি সনাতন দিন্ডা । পিতা স্বর্গত শ্রী রতি কান্ত দিন্ডা , মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা , বোন নিহত ‘ তিলোত্তমা’দিন্ডা। আদি নীবাস ‘কুমারটুলী’ আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব।দীর্ঘ দিন ‘রাজ্য চারু কলা পর্ষদের ‘কার্যকারী সদস্য ছিলাম । দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনো ভূমিকা সেখানে ছিল না । তার পরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম।
শিল্পী দাবি করেছেন যে আর জি করে নিহত চিকিৎসক পরোক্ষভাবে তারও বোন ছিলেন। মূলত সনাতন দিন্ডাকে সবাই চেনে থিমশিল্পী হিসেবেই। সনাতন দিন্ডার এহেন ফেসবুক পোস্ট থেকে তার সমর্থনে এসেছে অসংখ্য মানুষ।