নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন বেহালার সমীর গুহের। তিনি স্ত্রী ও কন্যার সঙ্গে জম্মু ও কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। মঙ্গলবার থেকে সমীর গুহ বা তাঁর স্ত্রী-কন্যার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত তিনটের সময় কাশ্মীরে তাঁদের ড্রাইভার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি প্রথম পরিবারকে খবর দেন, সমীর গুহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন। বুধবার সকালে এক প্রতিবেশীকে সমীর গুহের মেয়ে ফোন করেন। সেখানে তিনি বলেন, প্রথমে তাঁদের কাছ থেকে জঙ্গিরা ধর্ম জানতে চায়। হিন্দু জানার পরেই জঙ্গিরা বলে ওঠে এরা মোদীর লোক। তারপরেই সমীর গুহকে স্ত্রী ও মেয়ের সামনে গুলি করে মেরে ফেলে জঙ্গিরা।
/anm-bengali/media/media_files/2025/04/23/TRvW5NmcvjSQAdKcKOkH.JPG)